Friday, September 26, 2025
Homeজাতীয়চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে উল্লাপাড়ায় হকার শিশুর মৃত্যু

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে উল্লাপাড়ায় হকার শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে রহিম (১২) নামে এক হকার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উল্লাপাড়া রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রহিম সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বেলুটিয়ার চর গ্রামের বাসিন্দা মো. জয়নালের ছেলে। তার পেশা ছিল ট্রেনে চানাচুর ও বাদাম বিক্রি করা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রহিম তার কাঁধে ডালি ঝুলিয়ে রংপুর এক্সপ্রেস থেকে নামার চেষ্টা করেন। তবে ট্রেনটি তখনো সম্পূর্ণ থামেনি। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান রহিম এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রংপুরগামী ট্রেন রংপুর এক্সপ্রেস যমুনা সেতু পশ্চিম স্টেশন থেকে রহিমে উঠেছিলেন। ট্রেনটির উল্লাপাড়া স্টেশনে নির্ধারিত কোনো যাত্রাবিরতি ছিল না। ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টায়ই এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে রহিমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, ট্রেনে হকার শিশুদের চলাফেরা নতুন কিছু নয়। তবে নিরাপত্তা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে তারা। এই ঘটনাটি আবারও ট্রেনের হকার শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

RELATED NEWS

Latest News