রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের দ্বিতীয় দিনে পুরো ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণ করেছে চট্টগ্রাম বিভাগ। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের দুর্ধর্ষ বোলিংয়ে রাজশাহী বিভাগ গুঁড়িয়ে যায় মাত্র ১৯৬ রানে।
প্রথম ইনিংসে চট্টগ্রাম ৪০১ রানের পাহাড় গড়ে রাখে। সেই আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় দিনে বল হাতে নামেন মুরাদ। আগের দিনের দুই উইকেটের সঙ্গে যোগ করেন আরও চারটি। ১৮.৪ ওভারে মাত্র ৩৯ রানে ৬ উইকেট নিয়ে তিনি রাজশাহীর ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। এটি তার প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪তম পাঁচ উইকেট অর্জন।
রাজশাহীর ইনিংসে কিছুটা প্রতিরোধ আসে অধিনায়ক সাব্বির হাসান (৫৭) এবং শব্বির রহমান রোমান (৫৪)-এর ব্যাট থেকে। নিচের দিকে তাইজুল ইসলাম লড়াই করে ৪১ রান করেন। কিন্তু বাকিরা মুরাদের ঘূর্ণির সামনে অসহায় ছিলেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে চট্টগ্রাম আরও দাপুটে। দিন শেষে তারা ১৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ৩৩৮ রানের লিড নিয়েছে। ওপেনার মাহমুদুল হাসান জয় করেন ৫১ বলে ৫১ রান, প্রথম ইনিংসে যার ব্যাট থেকে এসেছিল ১২৭। ইয়াসির আলি চৌধুরী ২৬ ও ইরফান শুক্কুর ১৮ রানে অপরাজিত আছেন।
রাজশাহীর হয়ে শফিকুল ইসলাম তিনটি উইকেট নেন। হাতে ছয় উইকেট ও বিশাল লিড নিয়ে তৃতীয় দিনে জয়ের দ্বারপ্রান্তে চট্টগ্রাম বিভাগ।
