আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে টেস্ট ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন আয়ারল্যান্ডের মধ্য-ক্রমের ব্যাটার হ্যারি টেক্টর। লাল বলের ক্রিকেটের চ্যালেঞ্জ ও আনন্দ—দুটিকেই তিনি সমানভাবে উপভোগ করেন।
দুই ম্যাচের সিরিজ শুরুর আগে টেক্টর বলেন, “আমরা সবাই টেস্ট ক্রিকেটের জন্য মুখিয়ে আছি। এটি এমন এক ফরম্যাট যা অনেক পরিশ্রমের দাবি রাখে, কিন্তু জয়টা সেই পরিশ্রমেরই পুরস্কার। টেস্ট জয়ের অনুভূতি অন্য কোনো ফরম্যাটের মতো নয়, কারণ এতে টানা কয়েক দিন ভালো খেলতে হয় কঠিন পরিস্থিতিতে।”
২৫ বছর বয়সী এই ব্যাটার ২০২৩ সালে বাংলাদেশেই টেস্ট অভিষেক করেছিলেন। সেই অভিজ্ঞতার স্মৃতি এখনও তাঁর মনে জাগরুক।
“বাংলাদেশে আগের টেস্টটা আমার জন্য বিশেষ ছিল। অনেকের সঙ্গে একসঙ্গে টেস্ট অভিষেক হওয়া ছিল দারুণ অভিজ্ঞতা। আমি কিছু রান করতে পেরেছিলাম, কিন্তু সত্যি বলতে, চাইতাম একটা ফিফটিকে শতকে রূপ দিতে, যাতে দল আরও বড় সংগ্রহ গড়তে পারত,” বলেন টেক্টর।
বাংলাদেশের কন্ডিশনে আগেও সফল হওয়া টেক্টর আত্মবিশ্বাসী এবারের সিরিজ নিয়েও।
তিনি যোগ করেন, “বাংলাদেশে খেলার সুন্দর কিছু স্মৃতি আছে আমার—শুধু টেস্ট নয়, সব ফরম্যাটেই। এখানে ব্যাট করতে আমি উপভোগ করি। আশা করছি, এবারও শুরুটা ভালো হবে এবং ম্যাচ জেতাতে পারব দলকে।”
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেটে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর মিরপুরে।
