Sunday, June 22, 2025
Homeখেলাধুলাফুটবলচ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে হামজারা, ওয়েম্বলিতে এক ধাপ দূরে প্রিমিয়ার লিগ

চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে হামজারা, ওয়েম্বলিতে এক ধাপ দূরে প্রিমিয়ার লিগ

ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ০২:০৫
স্পোর্টস ডেস্ক

ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির লিগ ‘চ্যাম্পিয়নশিপ’-এর উত্তেজনাপূর্ণ প্লে-অফ সেমিফাইনালে ব্রিস্টল সিটিকে দুই লেগে ৬-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দুই লেগেই ৩-০ গোলের জয় তুলে নেয় তারা।

এই সাফল্যের মাধ্যমে ক্লাবটি এক ধাপ এগিয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) ফেরার লড়াইয়ে। শেফিল্ড ইউনাইটেডের ফাইনালে প্রতিপক্ষ হবে সান্দারল্যান্ড অথবা কভেন্ট্রি সিটি—এই দুই দলের ফিরতি লেগ শেষে চূড়ান্ত হবে বিষয়টি।

বাংলাদেশি বংশোদ্ভূত রাইটব্যাক হামজা চৌধুরী এবারও শেফিল্ড ইউনাইটেডের মূল একাদশে জায়গা করে নেন। পুরো মৌসুম জুড়েই তিনি ছিলেন ডিফেন্সে নির্ভরতার প্রতীক। ঘরের মাঠে প্লে-অফের দ্বিতীয় লেগেও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে হামজা লেখেন, “আলহামদুলিল্লাহ, কী উপভোগ্য এক রাত! আরেকটি বড় প্রচেষ্টা বাকি…সবার সঙ্গে দেখা হবে ওয়েম্বলিতে।”

ইংলিশ চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে, লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে। সেই ম্যাচে জয় পেলে শেফিল্ড ইউনাইটেড আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরবে। আর বাংলাদেশের জন্য বাড়তি গর্বের কারণ হবে—সেই দলে থাকবেন হামজা চৌধুরী।

RELATED NEWS

Latest News