Tuesday, November 18, 2025
Homeজাতীয়হাফেজ খাজা এনায়েতুল্লাহর শেষকৃত্য চাঁদপুরে সম্পন্ন

হাফেজ খাজা এনায়েতুল্লাহর শেষকৃত্য চাঁদপুরে সম্পন্ন

ইসলামপুর গাছতলা দরবার শরীফের উত্তরাধিকারী ও বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ খাজা এনায়েতুল্লাহর জানাজা ও দাফন অনুষ্ঠিত

চাঁদপুরে শনিবার হাফেজ খাজা এনায়েতুল্লাহর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তিনি ইসলামপুর গাছতলা দরবার শরীফের উত্তরাধিকারী এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

সদর উপজেলার ইসলামপুর গাছতলা দরবার শরীফে নামাজে জানাজা আছরের পর অনুষ্ঠিত হয়। জানাজার জন্য উপস্থিত ছিলেন দরবারের পীরগণ, ভক্তরা এবং হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। জানাজার নামাজ পড়ান খাজা আরিফুর রহমান তাহেরী, যিনি দরবারের একজন পীর।

এর আগে শুক্রবার রাত শ্যামলী শাহী জামে মসজিদ এবং শনিবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার ডি-ব্লক ইসলামী রিসার্চ সেন্টারে জানাজা অনুষ্ঠিত হয়।

হাফেজ খাজা এনায়েতুল্লাহ বুধবার রাত ১১:৪৫ মিনিটে মৃত্যু বরণ করেন। তিনি প্রখ্যাত সুফি পণ্ডিত হাফেজ ক্বারী শাহ সুফি আল্লামা খাজা আহমদ শাহ নকশবন্দী মুজাদ্দেদী (র.) এর সবচেয়ে বড় নাতি এবং আল্লামা খাজা আবুল খায়ের নকশবন্দী মুজাদ্দেদীর (র.) সিনিয়র সাহিবজাদা ছিলেন।

চাঁদপুর ইউনিটের বসুন্ধরা শুভসংঘ হাফেজ খাজা এনায়েতুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

RELATED NEWS

Latest News