Saturday, June 21, 2025
Homeজাতীয়হবিগঞ্জে চুরির আতঙ্ক, চৌধুরী বাজারে এক রাতে দুই দোকানে লাখ টাকার ক্ষতি

হবিগঞ্জে চুরির আতঙ্ক, চৌধুরী বাজারে এক রাতে দুই দোকানে লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ২৪ মে ২০২৫, ৮:৫৮ এএম
হবিগঞ্জ প্রতিবেদক

হবিগঞ্জ শহরে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় প্রতিদিনই কোন না কোন দোকানে চুরির ঘটনা ঘটছে। প্রশাসনের নির্লিপ্ততায় ঈদের পূর্বমুহূর্তে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানান তারা।

সবশেষ চুরির ঘটনাটি ঘটেছে শহরের ব্যস্ততম চৌধুরী বাজারে। গত রাতে জননী এন্টারপ্রাইজ ও চাঁদনী ফ্যাশন নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়। দোকান দুটির মালিকদের দাবি অনুযায়ী, নগদ টাকা ও মালামাল মিলিয়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

জননী এন্টারপ্রাইজের মালিক জানান, “সকালে এসে দেখি দোকানের তালা ভাঙা। ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে, সঙ্গে দামি ইলেকট্রনিক্স পণ্যের তারসহ স্টক মালামালও চুরি হয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকার তারও নেই।”

এরপর চোরেরা জননী এন্টারপ্রাইজের সিলিং ভেঙে পাশের চাঁদনী ফ্যাশনে প্রবেশ করে। ঈদ উপলক্ষে নতুন পোশাকের বড় সংগ্রহ রাখা ছিল সেখানে। দোকানটির মালিক জানান, “নগদ ৬০ থেকে ৭০ হাজার টাকা আর প্রায় এক লাখ টাকার লুঙ্গি, শার্ট ও প্যান্ট চুরি হয়েছে।”

চৌধুরী বাজারের ব্যবসায়ী নেতারা জানান, শহরে চুরি-ডাকাতি প্রতিরোধে একাধিকবার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। নাইটগার্ডদের সঙ্গেও ব্রিফিং করা হয়েছে।

ব্যবসায়ীরা বলেন, “আমরা বারবার প্রশাসনের কাছে টহল বাড়ানোর দাবি জানিয়েছি। ওসি সাহেব আশ্বাস দিলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।”

তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

ব্যবসায়ীরা ঈদের সময় শহরের নিরাপত্তা জোরদার এবং রাতে সন্দেহভাজনদের প্রতি নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন। স্থানীয়রা চান, ব্যবসায়ীদের জানমাল রক্ষায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন।

RELATED NEWS

Latest News