Tuesday, November 4, 2025
Homeখেলাধুলাক্রিকেটহাবিবুরের ঝলকে রাজশাহীর দাপুটে জয়, সিলেটে মুশফিকের লড়াই

হাবিবুরের ঝলকে রাজশাহীর দাপুটে জয়, সিলেটে মুশফিকের লড়াই

হাবিবুর রহমানের ৬২ রানে খুলনাকে সাত উইকেটে হারাল রাজশাহী; সিলেটে মুশফিকের অপরাজিত ৯৩ রানে ঘুরে দাঁড়াচ্ছে সিলেট

হাবিবুর রহমানের ধীরস্থির ৬২ রানে ভর করে খুলনাকে সাত উইকেটে হারিয়েছে রাজশাহী। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনে জয় পায় দলটি।

দ্বিতীয় ইনিংসে খুলনা ২৫৫ রানে অলআউট হওয়ার পর রাজশাহীর সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১০৮ রান। হাবিবুর ও সাব্বির হোসেনের উদ্বোধনী জুটিতে আসে ৭৩ রান, যা রাজশাহীর সহজ জয়ের ভিত্তি গড়ে দেয়। মাত্র ২৩.৫ ওভারেই ৩ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

হাবিবুরের ৬২ রানে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। খুলনার হয়ে মেহেদি হাসান মিরাজ ৪৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও বাকিদের ব্যর্থতায় দলটি দ্রুত গুটিয়ে যায়। রাজশাহীর নাহিদ রানা ও আলি মোহাম্মদ নেন তিনটি করে উইকেট, মেহরব হাসান ও সানজামুল ইসলাম নেন দুটি করে।

অন্যদিকে সিলেট আউটার গ্রাউন্ডে মুশফিকুর রহিমের অপরাজিত ৯৩ রানে ভর করে লড়াইয়ে ফিরেছে সিলেট। তৃতীয় দিন শেষে দলটির সংগ্রহ ২৬০-৭ (৯১.৪ ওভার), এখনো ৫০ রানে পিছিয়ে।

৩৩-০ থেকে ১১৮-৫ এ নেমে পড়ার পর মুশফিক ৯৪ রানের জুটি গড়েন শাহানুর রহমানের (৩০) সঙ্গে এবং আরও ৪১ রান যোগ করেন তোফায়েল আহমেদের (২৭) সঙ্গে। ঢাকা বোলারদের মধ্যে রিপন মণ্ডল, এনামুল হক ও নাজমুল ইসলাম নেন দুটি করে উইকেট।

কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে স্যাঁতসেঁতে আউটফিল্ডের কারণে খেলা হয় মাত্র ১৫ ওভার। বরিশাল ১৬৬-২ তে দিনের খেলা শেষ করে, এখনো ১৯২ রানে পিছিয়ে। সালমান হোসেন ৭৫ ও জাহিদুজ্জামান খান ৩২ রানে অপরাজিত আছেন।

এদিকে কক্সবাজারের একাডেমি গ্রাউন্ডে বৃষ্টিতে পুরো দিনের খেলা পরিত্যক্ত হয়। আগের দিনে ময়মনসিংহ করেছিল ৫৫৫-৬, জবাবে রংপুর ১৮-২ এ ছিল যখন বৃষ্টি নামে।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • এনসিএল

RELATED NEWS

Latest News