Saturday, October 18, 2025
Homeখেলাধুলাক্রিকেটভারতের বিপক্ষে ছিটকে গেলেন গ্রিন, দলে ফিরলেন ফর্মে থাকা লাবুশেন

ভারতের বিপক্ষে ছিটকে গেলেন গ্রিন, দলে ফিরলেন ফর্মে থাকা লাবুশেন

অ্যাশেজের আগে ঝুঁকি এড়াতে গ্রিনকে নিয়ে সতর্ক ক্রিকেট অস্ট্রেলিয়া, ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দলে ফিরলেন লাবুশেন

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের ঠিক আগে ইনজুরির কারণে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। সাইড স্ট্রেইনের সমস্যায় ভুগছেন তিনি। তার পরিবর্তে দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান মার্নাস লাবুশেনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রবিবার পার্থে শুরু হতে যাওয়া তিন ম্যাচের এই সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে লাবুশেনকে রাখা হয়নি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের ভাবতে বাধ্য করেছেন তিনি। সম্প্রতি খেলা পাঁচটি ঘরোয়া ইনিংসে চারটি সেঞ্চুরি করেছেন লাবুশেন, যার মধ্যে দুটিই এসেছে ৫০ ওভারের ম্যাচে। এই পারফরম্যান্সের সুবাদে তিনি ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের জন্য নিজের দাবি জোরালো করার পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও দলে ফেরার সুযোগ পেলেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রিনের চোটকে ‘নিম্ন-গ্রেডের’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ছয় সপ্তাহ পরেই অ্যাশেজ শুরু হতে যাওয়ায় তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ বোর্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, “এই সপ্তাহে অনুশীলনের সময় ক্যামেরন গ্রিনের পাঁজরের পাশে নিম্ন-গ্রেডের ব্যথা অনুভব করায় তাকে ভারত সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। গ্রিন অল্প সময়ের জন্য পুনর্বাসনে থাকবেন এবং অ্যাশেজের প্রস্তুতি হিসেবে শেফিল্ড শিল্ডের তৃতীয় রাউন্ডে খেলায় ফেরার ব্যাপারে আশাবাদী।”

অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের তৃতীয় রাউন্ড শুরু হবে ২৮ অক্টোবর। এদিকে, শেফিল্ড শিল্ডের চলতি রাউন্ড শেষ হলেই এই সপ্তাহান্তে ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন মার্নাস লাবুশেন।

RELATED NEWS

Latest News