রাজধানীর সব ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ করছে সরকার। সোমবার পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।
সচিবালয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “পরিবেশ মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পুরনো গণপরিবহন সরিয়ে ২৫০টি নতুন বাস চালুর কাজ করছে।”
বৈঠকে চীনের বিশেষজ্ঞরা বাংলাদেশের বায়ু দূষণ নিয়ন্ত্রণে অভিজ্ঞতা ভাগাভাগি করেন। উপদেষ্টা বলেন, “চীনা অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে বাতাসের মান উন্নয়নের পরিকল্পনা নেওয়া হবে।”
তিনি আরও জানান, সরকার বায়ু দূষণ প্রতিরোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করছে।
এই লক্ষ্যে রাজধানীর আশপাশের এলাকাগুলোকে “ইটভাটা-মুক্ত এলাকা” ঘোষণা করার প্রস্তুতি চলছে বলে জানালেও উপদেষ্টা সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে রাজধানীতে বায়ু দূষণ এবং ভাঙাচোরা সড়কের কারণে জনজীবনে ভোগান্তি বেড়েছে। এই সমস্যাগুলোর সমাধানে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। নতুন বাস সংযোজন, পুরনো যানবাহন অপসারণ ও রাস্তার উন্নয়ন এই উদ্যোগের অংশ।
বায়ু দূষণ রোধে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে টেকসই পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে সরকার আগামীতেও এ ধরনের সমন্বিত কর্মপরিকল্পনা চালিয়ে যাবে বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।