চামড়া শিল্পকে ঘিরে গড়ে ওঠা শক্তিশালী সিন্ডিকেট ভাঙতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন বাণিজ্য বিষয়ক উপদেষ্টা এস কে বশির উদ্দিন। সোমবার (৯ জুন) যশোরের রাজাহাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় কাঁচা চামড়ার বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, গত ১৫ বছরে চামড়া শিল্পের ওপর ব্যাপক অরাজকতা ও অব্যবস্থাপনা ছড়িয়ে পড়েছে। এর ফলে শিল্পটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার মাদ্রাসা ও এতিমখানার স্বার্থ রক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে খাতটির সার্বিক পুনরুদ্ধার ও ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বারোপ করা হচ্ছে। তিনি বলেন, অবৈধ সিন্ডিকেট ভাঙতে এবং শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার সারা দেশে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে।
কাঁচা চামড়ার ন্যায্য মূল্য ও সঠিক সংরক্ষণের জন্য সারা দেশে ৭.৫ লাখ মণ লবণ সরবরাহ করা হয়েছে বলে জানান বশীর উদ্দিন। এ সময় তিনি মৌসুমি ব্যবসায়ীদের অদক্ষতার কারণে চামড়া নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির বিষয়টিও তুলে ধরেন।
তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে ট্যানারি মালিকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ২২০ কোটি টাকা প্রণোদনা দিয়েছে। পাশাপাশি বাজার ব্যবস্থাপনা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়া শিল্পের অবস্থান পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, “সরকারের ওপর অনেক সময় বিশৃঙ্খলার দায় চাপানো হলেও আমরা অভূতপূর্ব উদ্যোগ গ্রহণ করেছি। এই প্রচেষ্টা সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।”
এ সময় যশোরের জেলা প্রশাসক আজহার ইসলাম এবং পুলিশ সুপার রওনক জাহান উপস্থিত ছিলেন।