Friday, October 17, 2025
Homeজাতীয়আগামী নির্বাচনে অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: জাহাঙ্গীর আলম

আগামী নির্বাচনে অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: জাহাঙ্গীর আলম

সাভারের আশুলিয়ায় ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বৌদ্ধ বিহার বোধিগ্যান ভবনে “কঠিন চীবর দান” উৎসবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত এক বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ঢাকার একজন সাংবাদিকও বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নত হবে বলে তিনি বিশ্বাস করেন।

সেফ এক্সিট প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, মানুষের নানা মত থাকতে পারে, প্রশ্ন করা বন্ধ করা যায় না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি রতনশ্রী মহাথেরো। উপস্থিত ছিলেন আশুলিয়া আলিফ গার্মেন্টসের চেয়ারম্যান আক্তার হোসেন রানা, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাক্কোদসহ অন্য অতিথিরা।

RELATED NEWS

Latest News