দেশের কৃষিজমি দখল রোধে শীঘ্রই নতুন আইন অনুমোদন দেবে সরকার। সোমবার (৯ জুন) এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কৃষি বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, দেশের কৃষিজমির পরিমাণ উদ্বেগজনকভাবে কমছে। বেআইনিভাবে জমি দখলের কারণে প্রায় প্রতিদিনই কৃষিজমি সংকুচিত হচ্ছে। এই প্রবণতা রোধে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা শীঘ্রই অনুমোদিত হবে।
একই সঙ্গে তিনি জানান, এবার দেশের অভ্যন্তরীণ বোরো ধানের উৎপাদন চাহিদার চেয়ে ১৫ লাখ টন বেশি হয়েছে। ফলে চলতি বছরে বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন পড়বে না বলে আশা করা হচ্ছে।
কৃষি উপদেষ্টা এই মন্তব্য করেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশ্বনন্দী এলাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং অন অ্যাপ্লাইড নিউট্রিশন (বারটান) পরিদর্শনের সময়।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন জেলায় যেসব লোভী বেসরকারি প্রতিষ্ঠান বেআইনিভাবে গৃহ নির্মাণ প্রকল্পের বিলবোর্ড স্থাপন করেছে, সেগুলো দ্রুত অপসারণে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন তিনি বারটান চত্বরে একটি গাছ রোপণ করেন। এ সময় বারটানের পরিচালক রাহানা আখতার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং পুলিশ সুপার প্রতুষ কুমার মজুমদার উপস্থিত ছিলেন।
সরকারের এই উদ্যোগের ফলে দেশের কৃষিজমি সুরক্ষিত থাকবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।