ঢাকা এবং দেশের কয়েকটি জেলায় শুক্রবারের ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। নিহতদের প্রতিটি পরিবারে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের মাধ্যমে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে জরুরি সাড়া কেন্দ্র চালু করে। কেন্দ্রটির ফোন নম্বর ০২-৫৮৮১১৬৫১। এখান থেকে সব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে হতাহতের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকায় চারজন নিহত এবং ৫৯ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জে একজন নিহত ও ১৮ জন আহত, নরসিংদীতে পাঁচজন নিহত ও ১১০ জন আহত, গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরায় আহত হয়েছেন ২২ জন। মোট ১০ জনের মৃত্যু এবং ৪৬১ জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
ওইসব জেলার আহত অনেকেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরে গেছেন। কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির সার্বিক মূল্যায়নের কাজ চলছে বলে জানিয়েছে।
