সরকারের নির্দেশে ২০ বছর কারাভোগ করা ৫৬ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। ‘২০ বছর বিধি’র আওতায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছে কারা অধিদপ্তর।
মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাতুল ফারহাদ।
তিনি বলেন, “বর্তমানে কারাগারে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে যাদের ২০ বছরের বেশি শাস্তি পূর্ণ হয়েছে, তাদের মধ্যে ৫৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধির ধারা ৪০১(১) ও কারা বিধি ৫৬৯ অনুযায়ী অবশিষ্ট সাজা মওকুফ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তবে এই ৫৬ জন বন্দির নাম ও পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
এই উদ্যোগকে একটি মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন কারাভোগের পর পরিবারে ফেরার সুযোগ পাওয়ায় অনেকেই এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে গ্রহণ করছেন।
এদিকে, কারা সংশোধন ও পুনর্বাসন নীতিমালার আলোকে ভবিষ্যতে আরও কিছু বন্দির ক্ষেত্রেও এমন সিদ্ধান্ত আসতে পারে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই সিদ্ধান্তে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পাবেন, এমনটাই আশা করছে প্রশাসন।