গোপালগঞ্জে বুধবারের সহিংসতায় চারজন নিহত ও পুলিশ সদস্য ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে পুলিশের প্রস্তুত করা একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি বিক্ষুব্ধ জনতা জেলা হাসপাতাল থেকে নিহত চারজনের মরদেহ জোরপূর্বক নিয়ে যায় এবং ময়নাতদন্তে বাধা দেয়।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ৫০৭ জন পুলিশ সদস্যের পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন জননিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে প্রতিবেদনে জানানো হয়।
উল্লেখ্য, সংঘর্ষের প্রকৃত কারণ ও পরিস্থিতি আরও খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।