Sunday, October 19, 2025
Homeজাতীয়বেতন না পাওয়ায় গাজীপুরের স্বাধীন গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন না পাওয়ায় গাজীপুরের স্বাধীন গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

তিন মাসের বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের বিক্ষোভে জ্যাম, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে

গাজীপুরের কোনায়বাড়ি এলাকায় স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা শনিবার সকালে সড়ক অবরোধ করেছেন। তারা বিক্ষোভ করছেন কারখানা কর্তৃপক্ষ বেতন না দেয়ার কারণে।

স্থানীয় পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ১০০-এর বেশি শ্রমিক জারন-কোনায়বাড়ি আঞ্চলিক সড়ক ব্লক করেন। শ্রমিকরা অভিযোগ করেছেন, গত তিন মাসের বকেয়া বেতনসহ চলতি মাসের বেতনও কারখানা কর্তৃপক্ষ দেননি। বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

কোনায়বাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “শ্রমিকরা একাধিক দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং তাদের সড়ক খালি করার জন্য চেষ্টা করছি।”

মোর্সেদ জামান, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর পুলিশ ইনস্পেক্টর বলেন, “শ্রমিকরা বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা পুলিশ ও প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।”

অন্যদিকে, স্বাধীন গার্মেন্টসের প্রশাসনিক ব্যবস্থাপক কামরুজ্জামান জানান, “কারখানার আর্থিক সমস্যার কারণে তিন মাসের বকেয়া বেতন পরিশোধে বিলম্ব হয়েছে। এছাড়া মালিকের স্ত্রী বিদেশে চিকিৎসাধীন। আমরা অর্থ পরিচালকসহ সমন্বয় করে দ্রুত সমস্যা সমাধানে কাজ করছি।”

তবে তিনি বলেন, কারখানা কতদিন বন্ধ থাকবে তা জানানো সম্ভব নয়।

বিক্ষোভের কারণে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, যানবাহন ও পথচারীদের জন্য চরম অসুবিধা সৃষ্টি হয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছে।

RELATED NEWS

Latest News