Saturday, November 22, 2025
Homeআন্তর্জাতিকযুদ্ধবিরতির পর গাজায় খাদ্য সহায়তা বাড়লেও প্রয়োজনের তুলনায় কম, শীতের বৃষ্টিতে নষ্টের...

যুদ্ধবিরতির পর গাজায় খাদ্য সহায়তা বাড়লেও প্রয়োজনের তুলনায় কম, শীতের বৃষ্টিতে নষ্টের ঝুঁকি: ডব্লিউএফপি

অক্টোবর ১০ থেকে ৪০ হাজার টন খাদ্য ঢুকেছে, লক্ষ্য পূরণ হয়েছে মাত্র ৩০ শতাংশ

অক্টোবরের যুদ্ধবিরতির পর গাজায় খাদ্য সহায়তা প্রবেশ কিছুটা বেড়েছে, কিন্তু বিপুল মানবিক চাহিদার তুলনায় এখনও তা অপর্যাপ্ত বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি। সংস্থার মুখপাত্র মার্টিন পেনার শুক্রবার জেনেভায় সাংবাদিকদের বলেন, পরিস্থিতি যুদ্ধবিরতির আগের চেয়ে ভালো হলেও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। পরিবারগুলোর স্বাস্থ্য, পুষ্টি ও জীবন পুনর্গঠনে টেকসই সহায়তা জরুরি।

ডব্লিউএফপি জানায়, গত দুই বছরের সংঘাতে বিপর্যস্ত গাজা উপত্যকায় ১০ অক্টোবর কার্যকর হওয়া নাজুক ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পর থেকে ৪০ হাজার টন খাদ্যসামগ্রী ঢোকানো হয়েছে। তবু খাদ্য প্যাকেট বিতরণ লক্ষ্যের মাত্র ৩০ শতাংশ পূরণ সম্ভব হয়েছে। চলতি মাসের শুরুর দিকে সরবরাহগত জটিলতার কারণে ১৬ লাখ প্রাথমিক লক্ষ্যভুক্ত মানুষের মধ্যে প্রায় ৫ লাখ ৩০ হাজার জনকে পৌঁছানো গেছে, যদিও সংস্থাটি এখন ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে।

সপ্তাহের শুরুতে প্রবল বৃষ্টিপাতে অনেক বাসিন্দার মজুত খাদ্য নষ্ট হয়েছে অথবা ভেসে গেছে বলে জানান ডব্লিউএফপির জ্যেষ্ঠ মুখপাত্র আবীর এতেবা। শীতের শুরুতে পরিবারগুলোর জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। আগষ্টে বৈশ্বিক খাদ্য পর্যবেক্ষণ সংস্থা জানায়, উপকূলীয় এ ভূখণ্ডে কমপক্ষে পাঁচ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছে।

পেনার বলেন, বাজার ধীরে ধীরে সচল হলেও মানুষের আয় কমে যাওয়ায় খাদ্যদ্রব্যের উচ্চমূল্য বড় বাধা। ডব্লিউএফপি জানায়, একটি মুরগির দাম প্রায় ২৫ ডলার হওয়ায় অনেক পরিবারই সাহায্যনির্ভর হয়ে পড়েছে। খান ইউনিসে এক নারী জানান, সন্তানদের বাজারে নিয়ে যান না, কারণ তারা যা দেখে তা কিনতে পারেন না। পেনার বলেন, ওই মা সন্তানদের বাজারের কাছে গেলে চোখ ঢেকে রাখতে বলেন, যাতে তারা অপ্রাপ্য খাবার দেখে হতাশ না হয়।

ডব্লিউএফপি জানায়, ধারাবাহিকভাবে সহায়তা প্রবেশ, সীমান্তে ও ভেতরে লজিস্টিক ব্যবস্থাপনা মসৃণ করা, এবং বৃষ্টিপ্রবণ মৌসুমে খাদ্য সংরক্ষণ নিরাপদ রাখতে দ্রুত পদক্ষেপ না নিলে সংকট আরও ঘনীভূত হতে পারে। সংস্থাটি আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

RELATED NEWS

Latest News