গাজা সিটিতে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের আরও তিনজন কর্মী ছিলেন।
রোববার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে, আল শরীফ একজন ‘সন্ত্রাসী’ ছিলেন যিনি সাংবাদিক পরিচয়ে কাজ করতেন। তারা জানায়, আনাস আল শরীফ হামাসের একটি সন্ত্রাসী সেলের প্রধান ছিলেন এবং ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর রকেট হামলা পরিচালনার দায়িত্বে ছিলেন।
এই ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক সংগঠনগুলো। রয়টার্স জানিয়েছে, এর আগে এক জাতিসংঘ বিশেষজ্ঞ ও একটি সংবাদমাধ্যমের স্বাধীনতা পর্যবেক্ষণ সংস্থা সতর্ক করেছিল যে আল শরীফের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে তার গাজা থেকে প্রতিবেদন করার কারণে।
গত মাসে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আইরিন খান বলেছিলেন, ইসরায়েলের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। আর জুলাই মাসে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস আন্তর্জাতিক সম্প্রদায়কে আল শরীফের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।