Thursday, July 10, 2025
Homeজাতীয়টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম, আন্তর্জাতিকভাবে ৮০১–১০০০ অবস্থানে গাকৃবি

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‌্যাংকিং ২০২৫ এ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) শীর্ষস্থান অর্জন করেছে।

বুধবার (১৮ জুন) যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার তাদের ওয়েবসাইটে এই র‌্যাংকিং প্রকাশ করে। এতে দেখা যায়, গাকৃবি দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং আন্তর্জাতিক পর্যায়ে ৮০১ থেকে ১০০০তম অবস্থানে রয়েছে।

র‌্যাংকিংয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি অভিষ্ট লক্ষ্যকে ভিত্তি করে বিশ্বের ১৩০টি দেশের ২৫২৬টি বিশ্ববিদ্যালয়ের অবদান ও কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত টাইমস হায়ার ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাংকিং ২০২৫’-এর ‘লাইফ সায়েন্স’ বিভাগে দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

এছাড়া টাইমস হায়ারের ২০২৫ সালের এশিয়া র‌্যাংকিংয়েও দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি শীর্ষস্থান দখল করে এবং ২০২৪ সালের উরি র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নেয়।

গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এ অর্জনকে ‘গৌরবজনক’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, “এই স্বীকৃতি আমাদের শিক্ষা, গবেষণা ও টেকসই উন্নয়নে দীর্ঘদিনের প্রচেষ্টার ফল। জাতিসংঘ ঘোষিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আমাদের অংশগ্রহণ ছিল কার্যকর ও আন্তরিক।”

তিনি আরও বলেন, “এই সফলতার পেছনে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন সেই সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের ভবিষ্যতে আরও অগ্রগতির জন্য উৎসাহ দেবে।”

উল্লেখ্য, টাইমস হায়ার র‌্যাংকিং ২০২৫-এ বাংলাদেশের মোট ২০টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যার মধ্যে ৮টি সরকারি এবং ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত।

RELATED NEWS

Latest News