দিনাজপুর শহরের কালিতলা এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে আটজন দগ্ধ হয়েছেন। শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, ওই বাড়ির গৃহবধূ রুবিনা (৪০) পুরাতন সিলিন্ডার শেষ হয়ে যাওয়ায় নতুন একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। তবে নতুন সিলিন্ডারটি কাজ না করায় তিনি দোকানে যোগাযোগ করলে দোকান মালিক বাদশা মেরামতের জন্য টেকনিশিয়ান রিয়াদকে (২০) পাঠান।
বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে সিলিন্ডার মেরামতের সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে রুবিনা ও রিয়াদ মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করতে গেলে আরও ছয়জন দগ্ধ হন।
দগ্ধ অন্যরা হলেন মোলাব (৩০), আমিশা (৪৫), শাহজাহান কবির (২০), শিরিন ইসলাম, সাজো (১৩) ও সাজিব (২৫)। সবাইকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই মাহবুব আলম আরও জানান, দুর্ঘটনার সময় উপস্থিত দোকান মালিক বাদশা জানান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় রিয়াদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সঠিক নিরাপত্তাব্যবস্থা ছাড়াই সিলিন্ডার মেরামতের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।