Sunday, October 26, 2025
Homeজাতীয়দুই মাসের মধ্যে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের তথ্য এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্তির নির্দেশ

দুই মাসের মধ্যে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের তথ্য এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্তির নির্দেশ

জীবিত ও মৃত মুক্তিযোদ্ধাদের পরিবারের তথ্য যাচাই করে অনলাইনে সংরক্ষণের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আগামী দুই মাসের মধ্যে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয়ের কল্যাণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব আখিনুর জাহান নীলা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, জীবিত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে পরিবার সনদ এবং মৃত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে উত্তরাধিকার সনদ আপলোড করতে হবে।

এমআইএস সফটওয়্যারে জীবিত ও মৃত দুই ধরনের উত্তরাধিকারীর জন্য আলাদা তথ্য সংরক্ষণের সুযোগ থাকবে। জীবিত উত্তরাধিকারীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক, তবে মৃতদের ক্ষেত্রে মৃত্যু সনদ ও মৃত্যুর তারিখ অন্তর্ভুক্ত করতে হবে।

একজন মুক্তিযোদ্ধার একাধিক উত্তরাধিকারীর তথ্যও আলাদাভাবে যোগ করা যাবে। কোনো উত্তরাধিকারী মৃত্যুবরণ করলে তার নাম মৃত উত্তরাধিকারীর তালিকায় স্থানান্তর করতে হবে।

তথ্য সংরক্ষণের দায়িত্বে থাকবেন মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটির সচিব ও সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজার, আর চূড়ান্ত অনুমোদন দেবেন জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা, যিনি কমিটির সভাপতি।

মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, দুই মাসের মধ্যে সব তথ্য এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করে কাজ সম্পন্নের প্রতিবেদন পাঠাতে হবে।

RELATED NEWS

Latest News