Tuesday, July 15, 2025
Homeজাতীয়বসুন্ধরা আই হসপিটালে ৩৮ দরিদ্র রোগীর বিনামূল্যে চোখের অপারেশন

বসুন্ধরা আই হসপিটালে ৩৮ দরিদ্র রোগীর বিনামূল্যে চোখের অপারেশন

ভিশন কেয়ার ফাউন্ডেশন ও দ্বারকাদাস ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে সম্পন্ন হলো চিকিৎসা কার্যক্রম

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে (বিইএইচআরআই) ৩৮ জন দরিদ্র রোগীর বিনামূল্যে চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত হাসপাতালটিতে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। কর্মসূচিটি বাস্তবায়ন করে বিইএইচআরআই, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং দ্বারকাদাস ওয়েলফেয়ার সোসাইটি (ডিডব্লিউএস)।

হাসপাতালের সম্মানিত পরিচালক ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদের তত্ত্বাবধানে অপারেশন পরিচালনা করেন ডা. এন্থনি আলবার্ট, ডা. মোজাম্মাদ গোলাম রাব্বি, ডা. আখতার ফেরদৌসী জাহান এবং ডা. নুসরাত লুবনা ইসলাম।

অধ্যাপক ডা. সালেহ আহমেদ বলেন, “আমরা সারা দেশে দরিদ্রদের জন্য মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চোখের বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি। যেখানেই আমন্ত্রণ পাই, আমরা গিয়ে সেইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।”

অস্ত্রোপচারপ্রাপ্ত ৩৮ জন রোগীর মধ্যে ২২ জন নারী ও ১৬ জন পুরুষ।

হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ম্যানেজার মোহাম্মদ আহসান হাবিব জানান, সমাজের দরিদ্র, অন্ধ ও সুবিধাবঞ্চিতদের সাহায্য করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, “বহুদিন ধরে আমরা দেশের বিভিন্ন স্থানে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছি। এখন পর্যন্ত এসব ক্যাম্পে ৩ হাজার ৬০৭ জন রোগীকে বিনামূল্যে অপারেশন করানো হয়েছে।”

গত বছর ১৯ নভেম্বর কুষ্টিয়া সদরের হরিনারায়ণপুরে দ্বারকাদাস আগরওয়ালা মহিলা কলেজে একটি ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে ১ হাজার ২৫০ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয় এবং ১৫০ জনকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার যেসব ৩৮ জন রোগীর অপারেশন হয়েছে, তারা ওই ক্যাম্প থেকে দ্বিতীয় ব্যাচ হিসেবে নির্বাচিত হয়েছিলেন বলে জানান আহসান হাবিব।

এই মানবিক উদ্যোগ দেশজুড়ে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার স্বপ্ন বুনছে অসংখ্য অসহায় মানুষের মনে।

RELATED NEWS

Latest News