ফ্রান্সের শীর্ষ কূটনীতিক জ্যঁ-নোয়েল বারো বলেছেন গাজায় হামাস তাদের লড়াইয়ে পরাজিত হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আওতায় তাদের আত্মসমর্পণ করা উচিত। বৃহস্পতিবার সৌদি আরবে বৈশ্বিক নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে অংশগ্রহণকালে তিনি এ মন্তব্য করেন।
বারো বলেন, “হামাস ফিলিস্তিনিদের যে বিপর্যয়ের মধ্যে ফেলেছে তার জন্য বড় ধরনের দায়ভার বহন করছে। তারা হেরেছে। এখন তাদের নিজেদের আত্মসমর্পণ মেনে নিতে হবে।” তিনি জাতিসংঘের সাম্প্রতিক প্রস্তাবনার দিকেও ইঙ্গিত করেন যেখানে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের নেতৃত্ব থেকে হামাসকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ট্রাম্পের পরিকল্পনায় যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পরিকল্পনাটি প্রকাশ্যে সমর্থন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তাদের সরকার ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে প্রস্তুত, যাতে যুদ্ধ, দুর্ভিক্ষ ও গাজার মানুষের দুর্ভোগের অবসান ঘটে। তবে হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে কী ঘটতে পারে সে বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
ফিলিস্তিনি পক্ষের একটি সূত্র জানিয়েছে, হামাস এখনো প্রস্তাবটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
এদিকে বারো ইরানের সঙ্গে ফ্রান্সের পুনরায় আলোচনায় ফেরার বিষয়টিকেও সমর্থন করেন। তিনি বলেন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার মধ্যেও ফ্রান্স আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বদ্ধপরিকর।
“ফ্রান্স একটি আলোচনাভিত্তিক সমাধানের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে,” যোগ করেন বারো।
