রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে সংশ্লিষ্ট সকল পক্ষকে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ফ্রান্সের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিশ্চিয়ান ল্যাশারভি।
বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই বার্তা দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, তাদের দ্রুত প্রত্যাবাসন এবং মানবিক সহায়তার ক্রমহ্রাসমান প্রবণতা নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র সচিব রোহিঙ্গা ইস্যুতে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি মিয়ানমার বিষয়ে বিশেষ দূত নিয়োগ করায় ফরাসি সরকারকে ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অবস্থানের কারণে বাংলাদেশে জটিলতা তৈরি হয়েছে। তাই এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ভূমিকা প্রয়োজন।”
সচিব রোহিঙ্গাদের জন্য নির্ধারিত যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার (জেআরপি) আওতায় সহায়তা হ্রাস পাওয়ার বিষয়টি তুলে ধরে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য বৈশ্বিক অংশীদারদের কাছ থেকে অতিরিক্ত অর্থ সহায়তা আদায়ে ফ্রান্সের সহযোগিতা কামনা করেন।
বিশেষ দূত ল্যাশারভি বলেন, রোহিঙ্গা সংকট মানবিক দৃষ্টিকোণ থেকে একটি বড় চ্যালেঞ্জ। তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আসন্ন সেপ্টেম্বরে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও মানবিক সহায়তা বিষয়ে নতুন অগ্রগতি আশা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
ফরাসি বিশেষ দূতের এ সফর রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।