ফ্রান্সসহ ১৫টি পশ্চিমা দেশ বিশ্বব্যাপী দেশগুলোকে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বুধবার এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার রাতে নিউইয়র্কে অনুষ্ঠিত এক সম্মেলনের পর এই যৌথ বিবৃতি দেওয়া হয়। সম্মেলনটি ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবিত করা।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “নিউইয়র্কে ১৪টি দেশের সঙ্গে একত্রে ফ্রান্স একটি যৌথ আহ্বান জানাচ্ছে। আমরা প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আমাদের ইচ্ছা প্রকাশ করছি এবং যারা এখনো তা করেনি তাদেরকেও এতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।”
গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, সেপ্টেম্বর মাসে তারা আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এ সিদ্ধান্তে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতা দেখা দেয়।
মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারও জানান, ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতিসহ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেয়, তবে সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য প্যালেস্টাইন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। ফ্রান্স ও যুক্তরাজ্যের এই উদ্যোগ গ্রহণ করলে তারা হবে প্রথম জি-৭ দেশ, যারা প্যালেস্টাইন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।
যৌথ বিবৃতিতে স্পেন, নরওয়ে ও ফিনল্যান্ডসহ ১৫টি দেশ দুই রাষ্ট্র সমাধানের প্রতি তাদের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এর মধ্যে নয়টি দেশ, যারা এখনো প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয়নি, তাদের ইতিবাচক বিবেচনার কথা জানিয়েছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড।