Saturday, October 18, 2025
Homeজাতীয়রাজধানীর ফর্চুন শপিং মলে স্বর্ণচুরি: ১৯০ ভরি স্বর্ণসহ চারজন গ্রেপ্তার

রাজধানীর ফর্চুন শপিং মলে স্বর্ণচুরি: ১৯০ ভরি স্বর্ণসহ চারজন গ্রেপ্তার

ডিবি বলছে, তিন মাস ধরে পর্যবেক্ষণ শেষে সংঘবদ্ধ দলটি চুরি করে

রাজধানীর ফর্চুন শপিং মল থেকে চুরি যাওয়া ১৯০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন শহিন মাদবর ওরফে শাহিন (৪৬), অনিতা রায় (৩১), নুরুল ইসলাম (৩৩) এবং উত্তম চন্দ্র শূর (৪৯)। তারা বরিশাল, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে গ্রেপ্তার হন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানান, চারজনই পেশাদার চোর। তারা তিন মাস ধরে ফর্চুন শপিং মল পর্যবেক্ষণ করে চুরির পরিকল্পনা করে।

তিনি বলেন, “এর আগেও তারা ২০২১ সালে চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটে স্বর্ণচুরির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে বেরিয়ে আবার একই কাজে যুক্ত হয়।”

ডিবি সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত জুয়েলারি দোকান মালিকরা প্রায় ৫০০ ভরি স্বর্ণ ও ৪০ হাজার টাকা চুরির অভিযোগে মামলা করেছেন।

একজন অভিযুক্ত এখনো পলাতক। বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ঢাকা

RELATED NEWS

Latest News