অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সিনিয়র সচিব আবু আলম শাহিদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার এক আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম মো. সাইফুজ্জামান এ আদেশ দেন। শাহবাগ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা তোফিক হাসান আদালতে আবেদন করে জানান, ন্যায়সঙ্গত তদন্ত পরিচালনার জন্য শাহিদ খানকে আটক রাখা জরুরি।
আদালতে কোনো আইনজীবী শাহিদ খানের পক্ষে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন মো. শামসুদ্দোহা সুমন।
তদন্ত কর্মকর্তা জানান, শিগগিরই তিনি শাহিদ খানকে রিমান্ডে নেওয়ার আবেদন করবেন, যাতে ‘মানচা ৭১’ নামে একটি নতুন প্ল্যাটফর্মকে ঘিরে অভিযোগিত ষড়যন্ত্রের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়।
মামলার নথি অনুসারে, গত ২৮ আগস্ট আবু আলম শাহিদ খান ঢাকায় ‘মানচা ৭১’ নামের একটি প্ল্যাটফর্মের উদ্বোধনী সভায় অংশ নেন। ওই সভায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।
‘মানচা ৭১’-এর পক্ষ থেকে দাবি করা হয়, প্ল্যাটফর্মটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত বা মুছে ফেলার প্রচেষ্টার বিরুদ্ধে কাজ করবে। তবে মামলার বাদীপক্ষের আইনজীবীর দাবি, সভায় উপস্থিতরা মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার আড়ালে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনা করছিলেন।
তদন্তের স্বার্থে সাবেক সচিবকে আপাতত কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত।