বরগুনার সাবেক পৌর মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের বিরুদ্ধে পাওনা টাকা চাওয়ায় জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে বরগুনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন প্রয়াত ব্যবসায়ী জিয়াউল হাসান মিন্টু জোমাদ্দারের স্ত্রী ফেরদৌসী বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সাবেক মেয়র শাহাদাত হোসেন আমাদের নিকটতম প্রতিবেশী এবং পারিবারিক সম্পর্কের কারণে আমার স্বামীর সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল।
ফেরদৌসী বেগম অভিযোগ করেন, ২০২১ সালের ১৬ নভেম্বর শাহাদাত হোসেন ও তার স্ত্রী তাদের ব্যবসার প্রয়োজনে প্রথম দফায় ২০ লাখ এবং পরে আরও দুই দফায় ৮ লাখ টাকা গ্রহণ করেন। সব মিলিয়ে ২৮ লাখ টাকা নিয়েছেন তারা।
তিনি জানান, ঈদের আগে পাওনা টাকা চাইলে সাবেক মেয়রের লোকজন তাদের হুমকি দেয়। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আতঙ্কে আছেন।
অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাবেক মেয়র শাহাদাত হোসেন বলেন, “আমি ফেরদৌসী বেগমের কাছ থেকে কোনো টাকা নেইনি। আমি তার জামাতা সোহেল পঞ্চায়েতের কাছ থেকে সুদে ২৮ লাখ টাকা নিয়েছিলাম এবং গত ১৭ এপ্রিল সব টাকা চেকের মাধ্যমে পরিশোধ করেছি। আমার কাছে সকল ডকুমেন্টস রয়েছে।”
তিনি আরও বলেন, “সোহেল পঞ্চায়েত আমার কাছে যে টাকা দিয়েছেন তা হয়তো তার শাশুড়ির কাছ থেকেই এনেছেন। কিন্তু আমি সোহেলের কাছেই টাকা নিয়েছি এবং তা পরিশোধ করেছি। এখন তারা মিথ্যা অভিযোগ এনে আমাকে হয়রানি করছেন।”
ঘটনাটি নিয়ে বরগুনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, বিষয়টি তদন্তসাপেক্ষ এবং উভয় পক্ষের দাবি যাচাই করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ ঘটনায় এখনো আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানা গেছে।