Wednesday, July 2, 2025
Homeঅর্থ-বাণিজ্যআগামী মাসে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াবে, লক্ষ্য ৪০ বিলিয়ন

আগামী মাসে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াবে, লক্ষ্য ৪০ বিলিয়ন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আগামী মাসে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ থেকে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। একইসঙ্গে রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

বুধবার রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) আয়োজিত এক গবেষণা প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর। অনুষ্ঠানে “বাংলাদেশে আর্থিক উন্নয়নের ভৌগোলিক ও ঐতিহাসিক প্রবণতা” শীর্ষক গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “সবার জন্য সেবা নিশ্চিত করতে হলে ব্যাংকিং খাতকে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে হবে। এর জন্য প্রয়োজন কাঠামোগত সংস্কার।” তিনি আরও বলেন, “সুদনীতি, ঋণপ্রাপ্তি, ও সঞ্চয় ব্যবস্থায় ব্যাপক বৈষম্য রয়েছে যা অর্থনৈতিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে।”

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, “গবেষণায় স্পষ্ট হয়েছে যে দেশের অনেক অঞ্চল এখনো আর্থিক সেবা থেকে বঞ্চিত। প্রতিটি জেলা ও জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।”

পিআরআইয়ের চেয়ারম্যান ড. জাইদী সাত্তার বলেন, “এই গবেষণা প্রথমবারের মতো ব্যাংকিং খাতে স্থানিক ও কালানুক্রমিক বিশ্লেষণ উপস্থাপন করেছে। এতে জাতীয় গড়ের আড়ালে থাকা আর্থিক বৈষম্য স্পষ্ট হয়েছে।”

মূল প্রতিবেদন উপস্থাপন করেন পিআরআইয়ের প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান। তিনি জানান, দেশে ঋণ প্রদানের ক্ষেত্রে প্রবল বৈষম্য বিদ্যমান। জাতীয়ভাবে মাত্র ১ শতাংশ ঋণ গ্রহীতা পুরো ঋণের ৭৫ শতাংশ পাচ্ছেন এবং ৭৮ শতাংশ ঋণ ঢাকা ও চট্টগ্রামে কেন্দ্রীভূত। দশকের পর দশক ব্যাংক সম্প্রসারণ হলেও দরিদ্র অঞ্চলে বেসরকারি ব্যাংকগুলোর উপস্থিতি প্রায় নেই।

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন আইজিসির সিনিয়র উপদেষ্টা ড. নাসিরুদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিস উর রহমান।

পিআরআই, বাংলাদেশ ব্যাংক ও ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। আলোচনা শেষে ব্যাংকিং খাতের বৈষম্য কমাতে নীতিগত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন অংশগ্রহণকারীরা।

RELATED NEWS

Latest News