Tuesday, July 1, 2025
Homeখেলাধুলাক্লাব বিশ্বকাপে চেলসিকে হারিয়ে শেষ ষোলোয় এক পা ফ্ল্যামেঙ্গোর

ক্লাব বিশ্বকাপে চেলসিকে হারিয়ে শেষ ষোলোয় এক পা ফ্ল্যামেঙ্গোর

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনে ব্রাজিলিয়ান ক্লাবের ৩–১ গোলের জয়

ক্লাব বিশ্বকাপের শুক্রবারের ম্যাচে ইংলিশ ক্লাব চেলসিকে ৩–১ গোলে হারিয়ে গ্রুপ ডি থেকে শেষ ষোলো নিশ্চিতের দ্বারপ্রান্তে পৌঁছেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো।

প্রথমার্ধে পেদ্রো নেতোর গোলে এগিয়ে ছিল চেলসি। তবে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ব্রুনো হেনরিকের দুর্দান্ত নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় ফ্ল্যামেঙ্গো।

৫৬ মিনিটে মাঠে নামার পর ৬২ মিনিটে সমতা ফেরান হেনরিক। এরপর তারই পাসে ডানিলো ৬৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন।

চেলসি তখনো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ৬৮ মিনিটে বদলি খেলোয়াড় নিকোলাস জ্যাকসন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ব্রাজিলিয়ান ক্লাবটির দাপট আরও বেড়ে যায়।

৮৩ মিনিটে ওয়ালেস ইয়ান দলের হয়ে তৃতীয় গোলটি করে ম্যাচের সকল উত্তেজনার ইতি টানেন।

ম্যাচটি যুক্তরাষ্ট্রের লিংকন ফাইনান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত হয়। ৫৪ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতিতে ফ্ল্যামেঙ্গো সমর্থকরাই সংখ্যাগরিষ্ঠ ছিলেন এবং ম্যাচজয়ী গোলগুলোতে তারা উল্লাসে ফেটে পড়েন।

এই জয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ডির শীর্ষে অবস্থান করছে ফ্ল্যামেঙ্গো। অপরদিকে প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসিকে হারালেও এই হারে চাপে পড়ে গেছে চেলসি।

পরবর্তী ম্যাচে চেলসির প্রতিপক্ষ তিউনিশিয়ার এসপেরান্সে। সেখানেই নির্ধারিত হবে দলটির শেষ ষোলোয় খেলার ভাগ্য।

এই জয় ব্রাজিলিয়ান ক্লাবগুলোর ক্লাব বিশ্বকাপে চলমান অপরাজিত থাকার ধারাকেও এগিয়ে নেয়। এর আগের দিন বোটাফোগো ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে চমক দেখিয়েছিল।

ম্যাচের শুরুতে চেলসি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে তাদের ডিফেন্স ভেঙে পড়ে। গোলকিপার রবার্ট সানচেজ কয়েকটি দারুণ সেভ করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি।

খেলার শেষ দিকে এনজো ফার্নান্দেজ একবার সমতায় ফেরানোর সুযোগ পেলেও ব্যর্থ হন। অন্যদিকে ফ্ল্যামেঙ্গো সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ফলাফল নিশ্চিত করে ফেলে।

এই জয় ব্রাজিলিয়ান ফুটবলের আধিপত্য ও ফ্ল্যামেঙ্গোর সামর্থ্য আবারও প্রমাণ করল। দলের হয়ে ব্রুনো হেনরিক, ডানিলো ও ওয়ালেস ইয়ান গোলদাতা হিসেবে নাম লেখান।

RELATED NEWS

Latest News