সরকার রাজধানীর গুলশানে দেশের প্রথম পাসপোর্ট সেবা চালু করেছে। বৃহস্পতিবার সিটিজেন সার্ভিস সেন্টারে (সিএসসি) এ সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমাদ তাইয়্যেব ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।
সিএসসি মূলত একটি ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার, যেখানে নাগরিকরা এক জায়গা থেকে একাধিক সরকারি সেবা পাবেন। এর মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র, কর সংক্রান্ত কাজ, সামাজিক সেবা, জমি সংক্রান্ত সেবা এবং সর্বশেষ যুক্ত হলো পাসপোর্ট সেবা।
তাইয়্যেব জানান, বর্তমানে একটি পাইলট প্রকল্প চলছে যার আওতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রায় ৪০০ ধরনের সরকারি সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সেবা।
রাজধানীর গুলশান-১, নীলক্ষেত ও উত্তরায় ইতিমধ্যে এ সেবা চালু হয়েছে। চলতি মাসের মধ্যে রমনা, মোহাম্মদপুর ও বনশ্রীসহ আরও ১০টি স্থানে নতুন সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে।
নাগরিকদের সুবিধার্থে সরকার দেশব্যাপী একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) তৈরি করছে। এর মাধ্যমে সব মন্ত্রণালয় ও বিভাগকে একসঙ্গে যুক্ত করে অনলাইনে সেবা দেওয়া হবে। ফলে নাগরিকদের আর আলাদা আলাদা সরকারি ওয়েবসাইটে যেতে হবে না।
সিএসসি ভবিষ্যতে দেশের সব অনলাইন সেবা কেন্দ্রকে একত্রে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানানো হয়েছে।