যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের কানফিল্ড মাউন্টেনে রোববার ঘটে যাওয়া মর্মান্তিক বন্দুক হামলায় নিহত দমকল কর্মীর পরিচয় প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ব্যক্তি ছিলেন কুটেনাই কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রধান ফ্র্যাঙ্ক হারউড। বয়স ছিল ৪২ বছর।
হারউড প্রায় দুই দশক ধরে জনসুরক্ষা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৭ বছর ধরে কুটেনাই ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি মার্কিন আর্মি ন্যাশনাল গার্ডের একজন কমব্যাট ইঞ্জিনিয়ার হিসেবেও কর্মরত ছিলেন।
ফ্র্যাঙ্ক হারউড ছিলেন একজন দায়িত্বশীল কর্মকর্তা, পাশাপাশি একজন স্নেহশীল বাবা ও স্বামী। তার পরিবারে রয়েছে স্ত্রী ও দুই সন্তান।
সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুটেনাই কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের বর্তমান প্রধান ক্রিস্টোফার ওয়ে বলেন, “তিনি ছিলেন একজন অনন্য নেতা। কাজের ক্ষেত্রে ছিলেন অত্যন্ত দক্ষ ও নিষ্ঠাবান। সহকর্মীদের কাছে তিনি ছিলেন শ্রদ্ধেয়।”
রোববারের ওই হামলায় আরও এক দমকলকর্মী নিহত হন এবং একজন আহত হন। সন্দেহভাজন হামলাকারী ওয়েস রোলি পরে আত্মহত্যা করেন বলে জানায় স্থানীয় শেরিফ বিভাগ। হামলার পেছনে তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো কমিউনিটিতে। নিহত ফ্র্যাঙ্ক হারউডের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দমকল বিভাগের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
স্থানীয় প্রশাসন হামলার পূর্ণ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে কুটেনাই ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ ও অন্যান্য সেবা সংস্থাগুলো নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
ফ্র্যাঙ্ক হারউডের এই বীরত্বপূর্ণ জীবন ও আত্মত্যাগ স্মরণে আইডাহোবাসী তাকে শ্রদ্ধার সঙ্গে বিদায় জানাচ্ছে।