Wednesday, November 19, 2025
Homeখেলাধুলারাজনীতির সমাধান ফুটবলের কাজ নয়: ফিফা সভাপতি ইনফান্তিনো

রাজনীতির সমাধান ফুটবলের কাজ নয়: ফিফা সভাপতি ইনফান্তিনো

ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবির প্রেক্ষাপটে শান্তি ও ঐক্যের বার্তা দিলেন তিনি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ফুটবল দিয়ে ভূ-রাজনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবির মধ্যে বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।

ফিফার এক বিবৃতিতে জানানো হয়, ফিফা কাউন্সিলের বৈঠকে ইনফান্তিনো শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, “ফুটবলের শক্তিকে ব্যবহার করে একটি বিভক্ত বিশ্বে মানুষকে একত্রিত করাই আমাদের অঙ্গীকার। বিশ্বের বিভিন্ন সংঘাতে যারা কষ্ট পাচ্ছেন, তাদের সঙ্গে আমাদের সহমর্মিতা রয়েছে। এখন ফুটবলের সবচেয়ে বড় বার্তা হওয়া উচিত শান্তি ও ঐক্যের।”

তিনি আরও বলেন, “ফিফা ভূ-রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না। তবে ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে, যেখানে এর ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে কাজে লাগানো যাবে।”

এর আগে ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর ফিফা দ্রুত রাশিয়াকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করে। অথচ তার মাত্র চার বছর আগে রাশিয়াই আয়োজন করেছিল বিশ্বকাপ ফুটবল।

গত সপ্তাহে নরওয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানান। তিনি বলেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি, যদি রাশিয়া বহিষ্কৃত হয় তবে ইসরায়েলকেও বহিষ্কার করা উচিত।”

আগামী ১১ অক্টোবর ওসলোতে বিশ্বকাপ বাছাইপর্বে নরওয়ে মুখোমুখি হবে ইসরায়েলের। বর্তমানে নরওয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ইতালি ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর সমান ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েল।

RELATED NEWS

Latest News