সাম্প্রতিক জেট দুর্ঘটনায় আহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফারজানা ইয়াসমিনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বুধবার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির (এনআইবিপিএস) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এনআইবিপিএসের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাশির উদ্দিন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ফারজানা ইয়াসমিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি হাসপাতাল ত্যাগের উপযোগী হয়েছেন। তবে আরও দুইজন রোগী এখনো আইসিইউতে চিকিৎসাধীন।
বুধবার পর্যন্ত মোট ৩২ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ২৭ জন শিশু। তিনজনের অবস্থা আশঙ্কাজনক, সাতজন গুরুতর অবস্থায় এবং বাকিরা সাধারণ ওয়ার্ড ও কেবিনে চিকিৎসা নিচ্ছেন।
ডা. নাশির জানান, মঙ্গলবার পর্যন্ত আইসিইউতে তিনজন রোগী ছিলেন। এদের মধ্যে একজনের অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, গত তিন দিনে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহতদের উপর এ পর্যন্ত ১৫৮টি ছোট-বড় সার্জারি করা হয়েছে এবং অনেক রোগীর একাধিক অস্ত্রোপচার করা হয়েছে।
ডা. নাশির বলেন, এখন থেকে এই দুর্ঘটনা সংক্রান্ত দৈনিক ব্রিফিং আর করা হবে না। পরিবর্তে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হবে।