Tuesday, July 1, 2025
Homeখেলাধুলাক্রিকেটএজবাস্টন টেস্টে অপরিবর্তিত ইংল্যান্ড দল, আর্চারের প্রত্যাবর্তন বিলম্বিত

এজবাস্টন টেস্টে অপরিবর্তিত ইংল্যান্ড দল, আর্চারের প্রত্যাবর্তন বিলম্বিত

পরিবারিক জরুরি কারণে অনুশীলনে না থাকায় দ্বিতীয় টেস্টে মাঠে নামছেন না জোফ্রা আর্চার

ভারতের বিপক্ষে এজবাস্টনে দ্বিতীয় টেস্টের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। বুধবার শুরু হতে যাওয়া এই ম্যাচের জন্য অধিনায়ক বেন স্টোকস নেতৃত্ব দেবেন আগের ম্যাচের একই একাদশকে।

হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে ৫ উইকেটে জয় পায় ইংল্যান্ড। শেষ দিনে ৩৭১ রানের লক্ষ্য পেরিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় তারা।

এদিকে দীর্ঘ চার বছর পর লাল বল হাতে বোলিং করে স্কোয়াডে জায়গা পেয়েছিলেন জোফ্রা আর্চার। তবে পারিবারিক জরুরি কারণে সোমবারের অনুশীলনে যোগ দিতে না পারায় দ্বিতীয় টেস্টে তার প্রত্যাবর্তন বিলম্বিত হলো।

আর্চার সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে। সাসেক্সের হয়ে গত সপ্তাহে ডারহামের বিপক্ষে খেলেই দলে ডাক পান তিনি। তবে এখনও জাতীয় দলে ফেরার জন্য অপেক্ষা করতে হচ্ছে তাকে।

ইংল্যান্ডের ঘোষিত দল:
বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বাশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার), জশ টাং, ক্রিস ওকস।

ইংল্যান্ড দলের আত্মবিশ্বাস প্রথম টেস্টের জয়ের ফলে তুঙ্গে। এজবাস্টন টেস্টেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায় তারা। অন্যদিকে, ভারতীয় দল দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে।

RELATED NEWS

Latest News