লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সোমবার এক রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ড ২২ রানে হারিয়েছে ভারতকে। পাঁচ ম্যাচের সিরিজে এই জয়ে ২–১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দল।
১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংস থেমে যায় ১৭০ রানে। শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজ অফ স্পিনার শোয়েব বশিরের বলে বোল্ড হলে ম্যাচের পরিসমাপ্তি ঘটে।
দুপুরের পরপরই ১১২–৮ অবস্থায় ভারতের জয়ের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তবে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা একাই লড়াই চালিয়ে যান। ৬১ রানে অপরাজিত থেকে জাদেজা দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। এটি তার টানা চতুর্থ হাফসেঞ্চুরি।
চা বিরতির সময় ভারতের স্কোর ছিল ১৬৩–৯। তখন মাত্র একটি উইকেট বাকি, কিন্তু জয়ের জন্য প্রয়োজন মাত্র ৩০ রান। জাদেজা ৫৬ রানে অপরাজিত ছিলেন, আর তার সঙ্গী ছিলেন মোহাম্মদ সিরাজ।
সিরাজকে নিয়ে জাদেজা শেষ চেষ্টা চালিয়ে যান, যা ইংল্যান্ডকে অতিরিক্ত ৩০ মিনিট ফিল্ডে থাকতে বাধ্য করে। এর আগে, বুমরাহর সঙ্গে তার ২২ ওভারের জুটি থেকে আসে ৩৫ মূল্যবান রান। বুমরাহ ৫৪ বল খেলে ৫ রান করেন, কিন্তু বেন স্টোকসের বলে টপ এজড পুলে আউট হন।
জাদেজা এরপর স্টোকসের বলে স্লিপের ওপর দিয়ে চার মেরে পঞ্চাশ পূর্ণ করেন। ততক্ষণে ভারতীয় ইনিংস ভেঙে পড়লেও তিনি অবিচল ছিলেন।
বেন স্টোকস হাঁটুর চোট নিয়েও সামনে থেকে নেতৃত্ব দেন। ২৪ ওভারে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ইনজুরি কাটিয়ে চার বছর পর টেস্টে ফেরা জোফরা আর্চার ৫৫ রানে ৩ উইকেট নিয়ে জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রথম ইনিংসে দুই দলই সমান ৩৮৭ রান করেছিল। এরপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৯২ রান করে ভারতকে দেয় ১৯৩ রানের লক্ষ্য, যা ভারত পূরণ করতে ব্যর্থ হয়।
সোমবার সকালে ভারতের স্কোর ছিল ৭১–৪। এরপর ১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। আর্চার ও স্টোকস এই ধ্বংসযজ্ঞের মূল হোতা ছিলেন।
কেএল রাহুল ৩৯ রান করে এলবিডব্লিউ হন স্টোকসের বলে। রিশভ পান্ত আর্চারকে চার মেরে হুমকি দিলেও ৯ রানে বোল্ড হন। ওয়াশিংটন সুন্দরকে শূন্য রানে দুর্দান্ত ক্যাচে ফেরান আর্চার।
শেষ পর্যন্ত সিরাজ বশিরের বলে নিজের স্টাম্পে বল টেনে নিয়ে আউট হলে ইংল্যান্ডের খেলোয়াড়রা ও গ্যালারির দর্শকরা উল্লাসে ফেটে পড়ে।
সিরিজে এখন ২–১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সিরিজের চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে ট্রেন্ট ব্রিজে, যেখানে সিরিজে টিকে থাকতে ভারতকে জিততেই হবে।