Tuesday, July 8, 2025
Homeজাতীয়এমিরেটস সেরা আন্তর্জাতিক, ইউএস-বাংলা সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন নির্বাচিত

এমিরেটস সেরা আন্তর্জাতিক, ইউএস-বাংলা সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন নির্বাচিত

২৩টি ক্যাটাগরিতে পুরস্কার, গ্যালাক্সি বাংলাদেশের চেয়ারম্যানকে আজীবন সম্মাননা

বিশ্ববিদ্যালয় পর্যায়ের জরিপের ভিত্তিতে এবারের “শেয়ারট্রিপ–মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪” অ্যাওয়ার্ডে সেরা আন্তর্জাতিক এয়ারলাইন হিসেবে নির্বাচিত হয়েছে এমিরেটস, সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন ইউএস-বাংলা এয়ারলাইনস এবং সেরা কার্গো এয়ারলাইন হিসেবে স্থান পেয়েছে সৌদিয়া কার্গো।

গতকাল (৫ জুলাই ২০২৫) রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

অনলাইন জরিপে অংশ নিয়েছেন তিন হাজারেরও বেশি নিয়মিত ভ্রমণকারী। মোট ২৩টি ক্যাটাগরিতে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়, যা এ পর্যন্ত সর্বোচ্চ।

বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন শিল্পে অসাধারণ অবদানের জন্য গ্যালাক্সি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদ-কে প্রদান করা হয় আজীবন সম্মাননা পুরস্কার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাইমুল ইসলাম।

বক্তব্য রাখেন দ্য বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক, স্যাবর বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুল হক, এবং প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের অ্যাক্টিং জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ।

এ বছর প্রথমবারের মতো “বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইন ব্র্যান্ড” শিরোনামে নতুন একটি ক্যাটাগরি চালু করা হয়, যেখানে ১২টি এয়ারলাইন বিশেষ স্বীকৃতি পায়।

“সেরা এয়ারপোর্ট লাউঞ্জ” ক্যাটাগরিতেও পুরস্কার প্রদান অব্যাহত ছিল। এমটিবি এয়ার লাউঞ্জ পায় গোল্ড, ইবিএল স্কাইলাউঞ্জ সিলভার এবং সিটি ব্যাংক অ্যামেক্স লাউঞ্জ ব্রোঞ্জ পদক অর্জন করে।

১১ সদস্যের একটি অভিজ্ঞ ও নিরপেক্ষ জুরি প্যানেল পুরো জরিপ ও তথ্য যাচাইয়ের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন নিশ্চিত করে।

২০০৭ সালে দ্য বাংলাদেশ মনিটর এই পুরস্কার প্রবর্তন করে। শেয়ারট্রিপ এবারের আয়োজনের টাইটেল স্পন্সর ছিল। পার্টনার হিসেবে যুক্ত ছিল ইস্টার্ন ব্যাংক, স্যাবর বাংলাদেশ, প্যান প্যাসিফিক সোনারগাঁও এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস।

RELATED NEWS

Latest News