Saturday, September 27, 2025
Homeজাতীয়নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন অনিয়মে যুক্ত কর্মকর্তাদের আগামি নির্বাচনে দায়িত্ব হবে...

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন অনিয়মে যুক্ত কর্মকর্তাদের আগামি নির্বাচনে দায়িত্ব হবে না

চাপাইনবাবগঞ্জে নির্বাচনী কর্মকর্তাদের জন্য কর্মশালায় কমিশনার সতর্ক করলেন, ভবিষ্যতে অনিয়মকারী কোনো কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে না

নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম শুক্রবার সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, অতীত নির্বাচনে অনিয়মে যুক্ত কর্মকর্তাদের আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে কোনো দায়িত্ব দেওয়া হবে না।

তিনি বললেন, কমিশন বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নির্বাচনের সময় কোনো প্রভাব বা সমস্যা সৃষ্টি হলে তা অবহিত করা হবে।

কমিশনার এই মন্তব্য করেন চাপাইনবাবগঞ্জে ‘নির্বাচনী কর্মকর্তাদের চ্যালেঞ্জ ও সমাধান নিরূপণ’ শীর্ষক কর্মশালায় প্রধান বক্তৃতা দেওয়ার সময়। জেলা নির্বাচন অফিস এই কর্মশালার আয়োজন করে শহীদ সাতু হলে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি এবং দলের প্রতীকের বরাদ্দ কোনো প্রভাব বা সমস্যা তৈরি করবে না। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশন সংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আইন লঙ্ঘন করে কোনো কার্যক্রম পরিচালনা করবে না।

কর্মশালায় কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নওয়াজ, চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED NEWS

Latest News