ইকুয়েডরে একটি পুল হলে সন্ত্রাসী হামলায় সাতজন নিহত ও চারজন আহত হয়েছে। শনিবার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে রাজধানী কুইটো থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে সান্তো দোমিঙ্গো শহরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা সশস্ত্র হামলাকারীরা পুল খেলার সময় গুলি চালায়।
পুলিশ কর্নেল বিয়াত্রিজ বেনাভিদেস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংগঠিত অপরাধী গোষ্ঠী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলা হয়েছে।
ইকুয়েডর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপে কোকেন পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ কারণে দেশটি চাঁদাবাজি, খুন এবং মাদকচক্র সংশ্লিষ্ট অপরাধে জর্জরিত। এসব অপরাধী নেটওয়ার্কের সঙ্গে মেক্সিকো, কলম্বিয়া ও আলবেনিয়ার কার্টেলেরও সম্পৃক্ততা রয়েছে বলে জানা যায়।
এ ধরনের হামলা সাম্প্রতিক সময়ে বাড়ছে। আগস্ট মাসেই একই শহরে একটি পুল হলে হামলায় সাতজন নিহত হয়েছিল। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ইকুয়েডরে হত্যাকাণ্ডের সংখ্যা ৪৬০০ ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেশি।
এর আগে জুন মাসে প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সরকার দেশের শীর্ষ এক গ্যাং নেতাকে আটক করে এবং পরবর্তী মাসে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে।
পুলিশ বলছে, সাম্প্রতিক সহিংসতার পেছনে এসব অপরাধী নেটওয়ার্কের বিরোধই বড় কারণ।