আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য দেশে অনুকূল পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”
সোমবার (২০ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে ভোটের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
আখতার আহমেদ জানান, নির্বাচনের সময় নিরাপত্তা বজায় রাখতে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য মাঠে থাকবে। পাশাপাশি ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য এবং প্রায় ৫ লাখ ৫০ হাজার আনসার সদস্য ভোটের দিন দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে চুরি হওয়া অস্ত্রের মধ্যে প্রায় ৮৫ শতাংশ উদ্ধার করা হয়েছে, বাকি অস্ত্র উদ্ধারের কাজ চলছে।
অন্যদিকে, সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বৈঠকে আলোচনা হয়নি বলেও জানান ইসি সচিব।
তিনি বলেন, “নির্বাচন কমিশন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। আইনশৃঙ্খলা বাহিনীও ভোটের দিন সম্পূর্ণ প্রস্তুত থাকবে।”
