Thursday, October 16, 2025
Homeজাতীয়নারায়ণগঞ্জে ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম শুরু, বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের সূচনা

নারায়ণগঞ্জে ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম শুরু, বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের সূচনা

আইন উপদেষ্টা আসিফ নাজরুল: নারায়ণগঞ্জকে নির্যাতন ও গডফাদার প্রভাবমুক্ত বিচার কেন্দ্র বানানো হচ্ছে

নারায়ণগঞ্জে একসময় বিভিন্ন ধরনের গডফাদারের প্রভাব ছিল বেশি, যার কারণে ন্যায়বিচার পাওয়া কঠিন ছিল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নাজরুল। বুধবার নারায়ণগঞ্জ সার্কিট হাউসে ‘ই-বেইল বন্ড: সহজ ন্যায়বিচারের জন্য প্রবেশাধিকার’ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন।

এই কর্মসূচির লক্ষ্য হলো নারায়ণগঞ্জকে নির্যাতন ও গডফাদারের প্রভাবমুক্ত একটি ন্যায়বিচার কেন্দ্র হিসেবে গড়ে তোলা। নাজরুল বলেন, “আমরা চাই নারায়ণগঞ্জে কোনো ধরনের নির্যাতন থাকবে না। ই-বেইল বন্ড সিস্টেম চালু করা হয়েছে যাতে নিপীড়নের ইতিহাস থেকে ন্যায়বিচারের যুগে পদার্পণ করা যায়।”

তিনি আরও জানান, সরকারের আইন সংস্কার কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো ন্যায়বিচার নিশ্চিত করা, মামলার পক্ষগুলোর ভোগান্তি কমানো এবং বিচার ব্যয় হ্রাস করা।

নারায়ণগঞ্জে বিচার প্রক্রিয়া দ্রুত করতে গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের—যেমন চিকিৎসক, ম্যাজিস্ট্রেট, পুলিশ—সাক্ষ্যপত্র ডিজিটাল আকারে সংরক্ষণ করার পরিকল্পনা রয়েছে।

উচ্চ আদালতে দীর্ঘমেয়াদি মামলার বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, “অনেক সময় নিন্য কোর্টে বিচার শেষ হলেও মামলা উচ্চ আদালতে বছরের পর বছর থমকে থাকে। আমরা এই হয়রানি দূর করতে কাজ করছি।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ আহমদ তাইয়েব, জেলাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন, আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জাসিম উদ্দিন এবং সিভিল সার্জন ড. আবুল ফজল মোঃ মাশিউর রহমান।

RELATED NEWS

Latest News