আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার সচিবালয়ে পূজা-সংক্রান্ত এক বৈঠক শেষে গৃহায়ন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, পূজা মণ্ডপ ঘিরে আয়োজিত মেলা বা আসরে মদ ও মাদক সেবনের কোনো সুযোগ রাখা হবে না।
তিনি বলেন, “প্রতিবার পূজার সময় অনেক মণ্ডপের আশপাশে মেলা বসে যেখানে মদ ও গাঁজা সেবনের অভিযোগ থাকে। এ বছর এ ধরনের মেলা বা আসর আয়োজন করা যাবে না। মদ, গাঁজা বা মাদকসংশ্লিষ্ট যেকোনো জমায়েত কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।”
উপদেষ্টা জানান, দেশের সব পূজা মণ্ডপে থাকবে ২৪ ঘণ্টার নজরদারি। নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন করা হবে। সীমান্তবর্তী এলাকায় বিজিবি এবং আনসার সদস্যরা যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
প্রতিমা বিসর্জন নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, প্রতিমা একে একে বিসর্জন দিতে হবে এবং সারিবদ্ধভাবে শৃঙ্খলা বজায় রাখতে হবে।
এ বছর সারাদেশে মোট ৩৩ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, গত বছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন হবে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার থাকবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “গত বছর পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল। এবার আরও শান্তিপূর্ণ পরিবেশে পূজা হবে বলে আমরা বিশ্বাস করি।”