Wednesday, September 10, 2025
Homeজাতীয়ঢাবি ডাকসু নির্বাচনের ফল প্রত্যাখ্যান করলেন জাসদ সমর্থিত প্রার্থী

ঢাবি ডাকসু নির্বাচনের ফল প্রত্যাখ্যান করলেন জাসদ সমর্থিত প্রার্থী

ভোট কারচুপির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানালেন আবিদুল ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল (জাসদ)-সমর্থিত সহ-সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি অভিযোগ করেছেন, ভোট কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে।

বুধবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আবিদুল লেখেন, “এই ফলাফল পরিকল্পিত কারসাজির অংশ, দুপুরের পরই তা অনুমান করা গিয়েছিল।”

তিনি আরও লেখেন, “যেভাবে ইচ্ছা সংখ্যা বসিয়ে দেওয়া হয়েছে। আমি এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করছি।”

এর আগে ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে অনিয়ম, স্বচ্ছতা ও সুষ্ঠু ভোটগ্রহণ প্রসঙ্গে ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন দাবি শোনা গেছে। আবিদুলের এই প্রত্যাখ্যানের পর বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

RELATED NEWS

Latest News