Wednesday, September 3, 2025
Homeজাতীয়ঢাবি ছাত্রীর বিরুদ্ধে ধর্ষণ হুমকি: শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ

ঢাবি ছাত্রীর বিরুদ্ধে ধর্ষণ হুমকি: শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ

কাদেরের দাবি সর্বোচ্চ শাস্তি, শিবিরের অস্বীকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে “Students Against Discrimination” প্যানেলের সহ-সভাপতি প্রার্থী আবদুল কাদের অভিযোগ করেছেন, এক ছাত্রীকে গ্যাং-রেপের হুমকি দেওয়া আলিম হোসেন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত। এ ঘটনায় তিনি অভিযুক্ত ছাত্রের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

মঙ্গলবার দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের বলেন, “কেউ কীভাবে এ ধরনের মন্তব্য করার পরও বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকতে পারে আমরা বুঝি না। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্ট থেকে শিবির গোপনে রাজনীতি চালিয়ে যাচ্ছে এবং এখনো কোনো কমিটি ঘোষণা করেনি। আলিম হোসেনের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলেই তার শিবিরের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ রয়েছে বলে দাবি করেন কাদের।

অন্যদিকে শিবির নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এবং ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফারহাদ সাংবাদিকদের বলেন, “আলিম হোসেন আমাদের নেতা নন। এটি মিথ্যা প্রচারণা। আমরা ইতিমধ্যে প্রভোস্ট অফিসে লিখিত অভিযোগ দিয়েছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।”

বিতর্কের সূত্রপাত হয় গত রোববার, যখন “অপরাজেয় ৭১, আদম্য ২৪” প্যানেলের এক নারী প্রার্থী এস এম ফারহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। হাইকোর্ট প্রাথমিকভাবে ডাকসু নির্বাচন স্থগিত করলেও পরে চেম্বার আদালত সে আদেশ প্রত্যাহার করে নেয়। এ ঘটনার পরপরই সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলিম হোসেন ফেসবুকে লেখেন, ওই নারী প্রার্থীকে “হাইকোর্টের বিরুদ্ধে প্রতিবাদের বদলে গ্যাং-রেপ মিছিল পাওয়া উচিত।”

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একই প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী আশরেফা খাতুন বলেন, “৫ আগস্টের পর থেকে আমরা দেখছি নারী শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। আমরা ভেবেছিলাম শেখ হাসিনার পতনের পর নারী শিক্ষার্থীদের জন্য একটি সহনশীল ক্যাম্পাস হবে। কিন্তু এর পরিবর্তে তারা হয়রানি আর সামাজিক বাধার মুখে পড়ছেন।”

তিনি আরও বলেন, “আমরা চাই সব ছাত্রসংগঠন নারীকে রাজনৈতিকভাবে মোকাবিলা করুক, যৌনভাবে নয়।”

RELATED NEWS

Latest News