ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল ইউনিয়ন নির্বাচন আগামী দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ভোটগ্রহণের জন্য বুথ সংখ্যা বাড়িয়ে ৮১০ করা হয়েছে। তবে ভোটকেন্দ্র থাকছে পূর্বের মতো ৮টি। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে বুথ সংখ্যা নির্ধারণ করা হয়েছিল ৫০০। পরে তা বাড়িয়ে প্রথমে ৭১০ করা হয়। সর্বশেষ সিদ্ধান্তে বুথ সংখ্যা দাঁড়ালো ৮১০।
প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, নতুন ব্যবস্থায় যদি সব ভোটার একসঙ্গে উপস্থিত হন এবং প্রত্যেকে গড়ে ১০ মিনিট সময় নেন, তাহলে বিকেল ৪টার মধ্যে ভোটগ্রহণ শেষ করা সম্ভব হবে।
ভোটগ্রহণের সুবিধার্থে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ বাসগুলো নিয়মিত সময়সূচির বাইরে চলবে। শিক্ষার্থীদের হালনাগাদ সময়সূচি দেখে বাস ব্যবহার করতে বলা হয়েছে।
এর আগে ৩০ আগস্টের এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন ভোটের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করে। সেখানে বলা হয়, বিকেল ৪টার মধ্যে লাইনে দাঁড়ানো ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হবে।
প্রার্থীদের দাবি অনুযায়ী বুথ সংখ্যা বাড়ানো হলেও কেন্দ্রের সংখ্যা অপরিবর্তিত রাখা হয়েছে। গত ২৭ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আনুষ্ঠানিকভাবে বুথ বাড়ানোর দাবি প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়। পরে অন্য প্যানেলগুলোও একই দাবি জানায়। অবশেষে কমিশন বুথ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।