Thursday, July 17, 2025
Homeরাজনীতিকক্সবাজারে বিএনপি নেতার হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল

কক্সবাজারে বিএনপি নেতার হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও বিচার দাবিতে কক্সবাজারের ঘটনাকে কেন্দ্র করে টিএসসি প্রাঙ্গণে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে মশাল মিছিল করেছে ছাত্রদল। কক্সবাজারের ভরুয়াখালীতে বিএনপি নেতা আব্দুর রহিম সিকদারের হত্যার প্রতিবাদে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

রাত ৯টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল শুরু হয়। টিএসসি এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

মিছিল চলাকালীন আন্দোলনকারীরা স্লোগান দেন— “লড়াই কর, লড়াই কর, বাঁচতে হলে লড়াই কর”, “বাংলাদেশে ফ্যাসিবাদের ঠাঁই নেই”, “আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, প্রমাণ হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের কোনও নীতি নেই”।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গনেশ চন্দ্র রায়। তিনি বলেন, “দুই দিন আগে স্থানীয় জামায়াত নেতারা আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক রহিম সিকদারকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার সর্বোচ্চ বিচার চাই।”

তিনি আরও অভিযোগ করেন, “গত এক বছরে ১,২৪৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সরকার এসব ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ।”

গনেশ বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংস্কারের পরিবর্তে এখন জঙ্গি চক্রের আস্তানায় পরিণত হয়েছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।”

এছাড়া কিছু এনজিও কর্মীকে লক্ষ্য করে তিনি বলেন, “তারা প্রগতিশীল দলগুলোর মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের একাডেমিক জ্ঞান থাকতে পারে, কিন্তু বাস্তব রাজনৈতিক বাস্তবতায় তাদের কোনো অভিজ্ঞতা নেই।”

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “১৬ জুলাই আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। গত বছর রংপুরে শহীদ আবু সাঈদ ও চট্টগ্রামে ওয়াসিম আকরামের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় গণঅভ্যুত্থানের শক্তি।”

তিনি আরও বলেন, “আজকে সেই আন্দোলনের ফসল হিসেবেই গঠিত সরকারকেই আমরা প্রতিবাদ করছি।”

সমাবেশে তিনি আরও অভিযোগ করেন, “ধর্মীয় আবরণে কিছু চাঁদাবাজ দল ইসলামী ব্যাংক লুট করছে এবং ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারা পিন্ডিতে গিয়ে এর ফল ভোগ করবে।”

ঢাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে উত্তেজনার মধ্যে এই কর্মসূচি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ছাত্রদল নেতারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিচার আদায়ের প্রত্যয় ব্যক্ত করেছেন।

RELATED NEWS

Latest News