Sunday, June 22, 2025
Homeজাতীয়মেট্রো স্টেশনে সাইকেল পার্কিংয়ের পরিকল্পনায় ডিএনসিসি, চলছে জনমত জরিপ

মেট্রো স্টেশনে সাইকেল পার্কিংয়ের পরিকল্পনায় ডিএনসিসি, চলছে জনমত জরিপ

ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত:
২০ মে ২০২৫, ০৬:৫১
নিজস্ব প্রতিবেদক — রাজধানী

ঢাকায় গণপরিবহনে সাইকেল ব্যবহারকে উৎসাহ দিতে মেট্রোরেল স্টেশনে সাইকেল পার্কিংয়ের পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার (১৯ মে) ডিএনসিসির নিজস্ব ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, নগরবাসীর মতামতের ভিত্তিতে স্টেশনভিত্তিক সাইকেল পার্কিং সুবিধা চালুর সম্ভাবনা যাচাই করছে সংস্থার ইনোভেশন ল্যাব।

পোস্টটিতে বলা হয়, মেট্রোরেল ব্যবহারকারীদের একটি অংশ স্টেশনে যেতে সাইকেল ব্যবহার করেন। তাদের সুবিধার্থে বিশেষ করে কর্মস্থলে যাওয়া-আসার পথ সহজ করতে এমন একটি পার্কিং ব্যবস্থা চালুর আগে ডিএনসিসি একটি জরিপ পরিচালনা করছে। জরিপে অংশগ্রহণের জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।

এই উদ্যোগ সম্পর্কে ডিএনসসির প্রশাসক এজাজ আহমেদও তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। তিনি বলেন, নগর ব্যবস্থাপনায় স্মার্ট ও পরিবেশবান্ধব সমাধান দিতে এ ধরনের উদ্যোগ সময়ের দাবি।

জরিপে অংশগ্রহণকারীদের বয়স, লিঙ্গ, পেশা, বসবাসের এলাকা, মেট্রোরেল ব্যবহারের হার, সাইকেল চালানোর সক্ষমতা এবং কীভাবে ঢাকা শহরে সাইকেলবান্ধব পরিবেশ গড়ে তোলা যায়— এসব বিষয়ে মতামত চাওয়া হচ্ছে।

ডিএনসিসির এক কর্মকর্তা জানান, “আমরা দেখতে চাই, নাগরিকরা মেট্রোরেল স্টেশনে সাইকেল পার্কিং ব্যবস্থার প্রতি কতটা আগ্রহী। যদি সাড়া আশাব্যঞ্জক হয়, তাহলে নির্দিষ্ট ফি’র মাধ্যমে প্রতিটি স্টেশনে নিরাপদ পার্কিং সুবিধা চালু করা হবে।”

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নগরবাসীর জন্য একদিকে যেমন কর্মস্থলে যাতায়াতে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিকল্প তৈরি হবে, তেমনি যানজট ও বায়ুদূষণ কমাতেও সহায়ক হবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা।

ডিএনসিসির এমন উদ্যোগ ঢাকার পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও নাগরিকবান্ধব করার একটি বড় পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে। জরিপে অংশ নিতে আগ্রহী নাগরিকরা ডিএনসিসির ফেসবুক পেজে দেওয়া লিংকে গিয়ে তথ্য প্রদান করতে পারবেন।

RELATED NEWS

Latest News