রাজধানীর বনানী ও বসুন্ধরা আবাসিক এলাকার দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার এস এম সাজ্জাত আলী। বুধবার তিনি এ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, এ বছর ঢাকায় মোট ২৫৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি বলেন, “এবারের দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।”
তিনি আরও জানান, প্রতিমা বিসর্জনের দিন ভক্তরা যাতে উৎসবমুখর পরিবেশে অংশ নিতে পারেন, সেজন্য ডিএমপি আগাম ব্যবস্থা গ্রহণ করেছে। পূজার সফল সমাপ্তির জন্য সবার সহযোগিতা কামনা করেন কমিশনার সাজ্জাত আলী।
পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, সবার যৌথ প্রচেষ্টায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন হবে।