ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশেপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার ডিএমপির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ২৯ ধারার ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নিষেধাজ্ঞা বুধবার থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞার আওতাধীন এলাকাগুলো হলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মোড়, অফিসার্স ক্লাব মোড় এবং মিন্টো রোড। এসব এলাকায় জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
