Wednesday, January 28, 2026
Homeজাতীয়ডিজিটাল নিরাপত্তা জোরদারে সাংবাদিকদের প্রশিক্ষণ দিচ্ছে ‘ডিজিটালি রাইট’

ডিজিটাল নিরাপত্তা জোরদারে সাংবাদিকদের প্রশিক্ষণ দিচ্ছে ‘ডিজিটালি রাইট’

সুইজারল্যান্ডের সহযোগিতায় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের অনলাইন সুরক্ষা নিশ্চিতে বিশেষ এই কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক ২৮ জানুয়ারি ২০২৬

সুইজারল্যান্ডের সহায়তায় সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং সিভিল সোসাইটির সদস্যদের ডিজিটাল নিরাপত্তা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছে ‘ডিজিটালি রাইট’। এই বিশেষ প্রশিক্ষণ সিরিজের দ্বিতীয় ধাপ সম্প্রতি শুরু হয়েছে।

ঢাকায় আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের কাউন্সিলর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগ বিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি।

অনুষ্ঠানে আলবার্তো জিওভানেত্তি ডিজিটাল নিরাপত্তার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা এখন আর কেবল প্রযুক্তিগত বা গৌণ কোনো বিষয় নয়। এটি সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের কাজ করা, যোগাযোগ করা এবং নিজেদের সুরক্ষার জন্য একটি অপরিহার্য অংশে পরিণত হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানের চ্যালেঞ্জিং অনলাইন পরিবেশে ডিজিটাল হুমকি থেকে সুরক্ষিত থাকার জন্য অংশগ্রহণকারীদের ব্যবহারিক টুলস এবং কৌশল শেখানোই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।

এই কর্মসূচির একটি উল্লেখযোগ্য দিক হলো এর অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি। এতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অংশগ্রহণকারীরা অংশ নিচ্ছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী রয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের কর্মীদের মধ্যে পারস্পরিক শিখন ও সংহতি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

ডিজিটালি রাইট জানিয়েছে, সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষার অগ্রভাগে যারা কাজ করছেন, তাদের জন্য নিরাপদ ও অধিকার-ভিত্তিক ডিজিটাল চর্চা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

RELATED NEWS

Latest News